বাংলাদেশসহ বিভিন্ন দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূরীকরণে কর্মরত সংগঠনকে সহায়তার জন্যে জাতিসংঘ সদর দফতরে সম্প্রতি অনুষ্ঠিত এক বহুজাতিক মেলা থেকে এক লাখ ৩৯ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ এক কোটি ১০ লাখ টাকার তহবিল সৃষ্টি হয়েছে। জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুন-টিকের নেতৃত্বে গঠিত ‘ইউএন উইমেন’র উদ্যোগে ২ জুন অনুষ্ঠিত হয় ওই মেলা।
রবিবার (২১ জুন) রাতে ওই কমিটির নির্বাহী সদস্য জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেনের স্ত্রী সেলিনা মোমেন তথ্যটি জানান। সেলিনা মোমেনের তত্ত্বাবধানে বাংলাদেশের খাদ্যের একটি স্টল দেয়া হয়েছিল ‘বাংলাদেশ’ নামে। সেখান থেকে মহাসচিব বান কি-মুনও খাদ্য ক্রয় করে খেয়েছেন। মেলায় জাতিসংঘ সদস্য দেশসমূহের খাদ্য ও পণ্যের স্টল দেয়া হয়েছিল। জাতিসংঘ উইমেন গিল্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও খাদ্য ও পণ্যের স্টল দেন ওই মেলায়। মেলার উদ্বোধন করেছিলেন মহাসচিব বান কি-মুন।
সেলিনা মোমেন বলেন, গত বছরও আমরা একই ধরনের মেলা থেকে আয় করেছিলাম এক লাখ ডলার তথা ৮০ লাখ টাকা। সে অর্থ থেকে বাংলাদেশের দুঃস্থরাও উপকৃত হয়েছেন। এবার এখন পর্যন্ত কোন সংস্থা আবেদন করেনি বাংলাদেশের নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের প্রকল্প নিয়ে। কেউ এলে অবশ্যই আমরা অর্থ প্রদানের চেষ্টা করবো।
বিডি-প্রতিদিন/ ২২ জুন, ২০১৫/ রশিদা