‘সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের একমাত্র ক্রীড়া সংগঠন হিসেবে তিন বছর পার করেছে বেঙ্গল কিংস স্পোর্টিং ক্লাব। এ সময়ের মধ্যে খেলাধুলা ও বিভিন্ন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে বাংলাদেশি কমিউনিটি থেকে সুনাম কুড়িয়েছে ক্লাবটি। আগামীতেও এ সুনাম ধরে রেখে নিয়মিত খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণ প্রদান করলে তরুণ তারকা মুস্তাফিজুর রহমানের মতো বেঙ্গল কিংস এর মাধ্যমেও তৈরি হতে পারে আরেকজন মুস্তাফিজ।’
বৃহস্পতিবার আমিরাতের শারজায় বেঙ্গল কিংস স্পোটিং ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।
বেঙ্গল কিংস স্পোটিং ক্লাবের সভাপতি মোহাম্মদ মাহবুবুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা আব্দুস সালাম খান, উপদেষ্টা এটিএম জাহেদ চৌধুরী, জনতা ব্যাংক শারজাহ শাখার ম্যানেজার মাহবুব হোসাইন, কমিউনিটি নেতা আল মামুন সরকার, প্রফেসার সবুর, মোস্তাফা মাহমুদ।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শরাফত আলী, নজরুল ইসলাম, এনামুল ইসলাম, এস এম নিজাম, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোরশেদ, ইঞ্জিনিয়ার আজিজ, শাহ মাকসুদ, রফিকুল ইসলাম, শিবলী সাদিক প্রমুখ।
ক্লাব সভাপতি তার বক্তব্যে বলেন, 'দেশের বাইরে নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করা প্রয়োজন, কিন্তু নানামুখী ব্যস্ততায় সে সুযোগ পান না প্রবাসীরা। ভবিষ্যতে খেলাধুলা, শরীর চর্চার সুযোগসহ বিভিন্ন টর্নামেন্ট ও আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের বিনোদনের অন্যতম ভূমিকা রাখবে বেঙ্গল কিংস স্পোটিং ক্লাব। যেহেতু আমিরাতে বাংলাদেশিদের একটাই ক্রীড়া সংগঠন সে হিসেবে বাংলাদেশি ছেলে মেয়েদের এ ক্লাবের সদস্য করে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ করে দেয়া হবে। এবং ক্লাবের অর্জিত সম্মান বজায় রাখতে অর্থ নয় বরং ক্লাবের সদস্যদের শারীরিক সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।'
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৫/মাহবুব