‘বাংলাদেশি ছেলে-মেয়েদের পড়ালেখা ও বাংলা ভাষা চর্চার কথা মাথায় রেখে আরব আমিরাতে আরও একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা করা প্রয়োজন’ এমনটি মন্তব্য করেছেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর ড. তানভীর মনসুর।
শনিবার শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন।
ড. তানভীর মনসুর বলেন, ‘আমিরাতের সাতটি বিভাগে প্রায় এক মিলিয়ন বাংলাদেশি বসবাস করছেন। সেই তুলনায় বাংলাদেশি ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য পর্যাপ্ত বাংলাদেশি স্কুল নেই। যে দুটি আছে সেগুলো দুবাই ও উত্তর আমিরাতের ছাত্রছাত্রীদের জন্য বেশ দূরে হয়ে গেছে। এতে করে ছাত্রছাত্রীরা বাংলা শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে। শারজাহ ও আজমান শহরের মাঝামাঝি কোনো এলাকায় একটি বাংলাদেশি স্কুল করা হলে এই অঞ্চলের ছেলে মেয়েরা বাংলা শিক্ষার প্রতিও আগ্রহী হবে। এতে করে অভিভাবকদেরও বাড়তি চাপ কমবে। তাই এ ব্যাপারে কমিউনিটি নেতাদের মিলিত হয়ে দ্রুত স্বিদ্ধান্ত নেয়া প্রয়োজন।’
সমিতির সভাপতি হাজী শরাফত আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, আইয়ুব আলী বাবুল, হাফেজ আব্দুল হক, জহুরুল ইসলাম, ইসমাইল গণি, নুরুল আবছার, কাজী মোহাম্মদ আলী, আবুল বশর প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৫/মাহবুব