সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস মিশন উপ-প্রধান মোহাম্মদ আইয়ুবের বিদায় সংবর্ধনা দিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্যাডো।
গত ২৭ জুন রিয়াদের হারারের কোকোপাম হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শ্যাডোর প্রধান উপদেষ্টা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মোহাম্মদ আইয়ুব ছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর খাইরুল আলম, সারওয়ার আলম, মোশারফ হোসেন,নুর মোহাম্মদ মাসুম।
আব্দুস সালাম ও নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যাডোর উপদেষ্টা নাজিম উদ্দিন, সেলিম ভুঁইয়া, মোহাম্মদ আব্দুস সালাম, মিজানুর রহমান কমল, গোলাম মহিউদ্দীন, জাকির হোসেন, আব্দুল জলিল, কাপ্তান হোসেন, বিপ্লব দেওয়ান, আরিফুর রহমান কুদ্দুস, সালাহউদ্দিন আহমেদ, শাহজাহান চঞ্চল, এরশাদ আহমেদ, রুহুল আমিন বাবুল, আলতাফ হোসেন বাবুল প্রমুখ।
সংবর্ধিত অতিথি মোহাম্মদ আইয়ুব তার বক্তৃতায় কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য রিয়াদের বাংলাদেশ কমিউনিটিসহ সুন্দর একটি অনুষ্টান আয়োজনের জন্য শ্যাডোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শ্যাডোর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয় সংবর্ধিত অতিথিকে।
অনুষ্টানের শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সৌদি আরব প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৫/মাহবুব