পবিত্র মাহে রমজান উপলক্ষে গত সোমবার জেদ্দা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি কাজী আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম আউয়াল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন ভুঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আবু তাহের চৌধুরী, জেদ্দা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান উপদেষ্টা খ ম জসিম, সহ-সভাপতি সাবেক ছাএনেতা এম এ সালাম, আওয়ামী পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি কাজী নফেল,সাধারণ সম্পাদক সারতাজুল আলম দিপু, আওয়ামী ফাউন্ডেশন সভাপতি তাজুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক মার্শল কবির, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুবলীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান দিলু, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সভাপতি ইউছুফ মাহমুদ ফরাজী, আওয়ামী যুবপরিষদ সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া প্রমুখ। এদিকে আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০১ জুলাই, ২০১৫/ রোকেয়া।