সৌদি আরবের জেদ্দায় মঙ্গলবার টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি হোটেলে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক রঞ্জু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপি'র সদস্য সচিব বেলায়েত হোসেন, জেদ্দা মহানগর বিএনপি'র সভাপতি এমএ আজাদ চয়ন, সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপি'র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির আটক নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সহ দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০১ জুলাই, ২০১৫/ রশিদা