পেশাগত মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করলেন নিউইয়র্কে কর্মরত সাংবাদিকরা। বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’-এর উদ্যোগে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ঘরোয়া রেস্টুরেন্টের পার্টি হলে এক ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সম্পাদক ও সাংবাদিকরা আরও দৃপ্ত প্রত্যয়ে ঘোষণা করেন যে, প্রিয় মাতৃভূমির সার্বিক উন্নয়ন ও কল্যাণে সুদূর এ প্রবাস থেকে জোরদার ভূমিকা অব্যাহত রাখবেন। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতেও নিজ নিজ মিডিয়াকে অন্যতম অবলম্বনে পরিণত করার আগ্রহ প্রকাশ করেছেন সকলে।
প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেক্রেটারি এটিএন ইউএস’র বার্তা প্রধান দর্পণ কবীর। মাহফিলে অন্যান্যের মধ্যে আরো ছিলেন সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক আজকালের সাবেক সম্পাদক আহমেদ মুসা, টিবিএন ২৪ টিভি চ্যানেলের আশরাফুল হাসান বুলবুল, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক সাঈদ আহমেদ, খবর ডটকমের বিশেষ প্রতিনিধি আকবর হায়দার কিরন, সাপ্তাহিক ঠিকানার আবুল কাশেম, আরটিভির সবুজ প্রমুখ।
সভায় আরও জানানো হয় যে, প্রবাসের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদদাতাদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুসংহত করার অভিপ্রায়ে ২৯ আগস্ট বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির চারপাশে প্রবাহমান ইস্ট রিভার ও হাডসন রিভারে প্রদক্ষিণ করবেন বড় একটি জাহাজ ভাড়া করে। সমুদ্র ভ্রমণের আমেজে একটি সেমিনার হবে। সেমিনারে বাংলাদেশ ও প্রবাসের বিশিষ্ট সাংবাদিকরা অংশ নেবেন। এছাড়া, বিশিষ্ট শিল্পীরাও থাকবেন ভ্রমণের আমেজে জনপ্রিয় সঙ্গীত পরিবেশনের জন্যে।
বিডি-প্রতিদিন/ ০২ জুলাই, ২০১৫/ রশিদা