সংযুক্ত আরব আমিরাতের শারজায় বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশিদের সৌজন্যে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে ইউএই ও শারজাহ আওয়ামী লীগ। শারজাহ'র বাইতি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।
শারজাহ আওয়ামী লীগের সভাপতি রাখাল কুমার গোপের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার।
শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাওসারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গণি, ইউএই আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের সভাপতি দোলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাকিব রাদিতুল্লাহ বাহার, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্ল্যাহ, বশির ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ খালেদ প্রমুখ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও আবুধাবী, শারজাহ, আজমান এর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৩ জুলাই, ২০১৫/ রশিদা