‘চট্টগ্রামকে সমৃদ্ধ ও শান্তির নগরীতে রূপান্তর করতে চট্টগ্রামবাসীর পাশাপাশি প্রবাসীদেরও ঐক্যবদ্ধ হতে হবে।’ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুসলিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘শুধু নামমাত্র সংগঠন করলে চলবে না, সংগঠন যেন জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে সে ব্যবস্থাও করতে হবে।’
বৃহস্পতিবার শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান।
সংগঠনের আহ্বায়ক আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব এটিএম জাহেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুধাবী চট্টগ্রাম সমিতির সভাপতি ড. জমির উদ্দন, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ারের সভাপতি ক্যাপ্টেন আবু আহাদ, কমিউনিটি নেতা ইসমাইল গণি, মোস্তাফা মাহমুদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/ রশিদা