মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সরকারি ছুটির দিন লেবার ডে উইকেন্ডে ( সেপেটেম্বর ৪, ৫ ও ৬) নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিতব্য ২৯তম ফোবানা সম্মেলন নিয়ে দেশ এবং প্রবাসে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঞ্চার হয়েছে।
বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কয়েকশত বাঙালী পরিবার এই উপলক্ষে বিশ্বের রাজধানীতে বেড়াতে আসবেন বলে ইতিমধ্যে হোটেল বুকিংও দিয়েছেন। চারদিকে কেমন যেন আনন্দ এবং উৎসাহের আমেজ বিরাজ করছে। বাইরের অতিথি ছাড়াও শুধু নিউ ইয়র্ক এবং আশপাশের প্রবাসীরা যোগ দেবেন বিশাল আকারে।
ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা- ফোবানার এই ২৯তম সম্মেলনের হোস্ট সংগঠন এবং প্রবাসী বাঙালীদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা হলেন এবারের আহবায়ক। গেলো ২০ বছরের বেশী ফোবানার একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে তিনি সবার কাছে সুপরিচিত। আসন্ন ফোবানার আরেকজন প্রাণপুরুষ হলেন এর সদস্য সচিব এবং প্রবাসের আরেক প্রিয়মুখ, যুবনেতা এবং বিশিষ্ট ব্যাবসায়ী জাকারিয়া চৌধুরী।
উত্তর আমেরিকার ‘বাঙালী মিডিয়া মুঘল’ বলে পরিচিত এনটিভি ইউএস এর প্রধান সাইয়িদ হোসেন ফোবানার অন্যতম প্রধান মিডিয়া পার্টনার হয়ে পুরো ব্যাপারটাতে এক নতুন মাত্রা যোগ করেছেন। তাদের বিশাল ব্রডকাস্ট হাউস সাউন্ডভিউ থেকে প্রদর্শিত সবক’টি বাংলাদেশী টিভি চ্যানেল থেকে অবিরাম ফোবানার বিশেষ বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে।
চ্যানেলগুলোর ভেতর এনটিভি ছাড়াও আরও রয়েছে বাংলাভিশন, এটিএন বাংলা, এটিএন নিউজ, মাছরাঙা, দেশ টিভি, সিনে বাংলা ইত্যাদি। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে প্রিন্ট এবং অনলাইন মিডিয়া পার্টনারগুলো, যার ভেতর রয়েছে ঠিকানা, বাঙালী, খবর ডটকম, নিউ ইয়র্ক বাংলা ডটকম, জর্জিয়া বাংলা ডটকম। সবশেষে যোগ হয়েছে কানাডা থেকে প্রকাশিত নজরুল মিন্টুর জনপ্রিয় দেশেবিদেশে ডটকম।
ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের রিহারসেল চলছে পুরোমাত্রায়। এস্টোরিয়াতে অবস্থিত এনটিভি ভবনের সাথে লাগোয়া বিপা মিলনায়তনে গান এবং নাচের রিহারসেল নিয়ে মহাব্যস্ত সময় কাটছে সেলিমা আশরাফ ও অ্যানি ফেরদৌস এর। কালচারাল কমিটির চেয়ারপারসন শারমিন রেজা ইভা এবং কো-চেয়ারপারসন আবীর আলমগীর উত্তর আমেরিকার সকল সেরাদের জড়ো করেছেন। প্রতিটি রিহারসেল অনুষ্ঠানে দেখা যায় অংশগ্রহণকারীদের উপচে পড়া ভীড়। সেলিমা আশরাফের প্রশিক্ষনে এবং পরিচালনায় উদ্বোধনী সংগীত গাইবেন শতাধিক শিল্পী। বিখ্যাত সংগীত পরিচালক নাদিম আহমেদ থাকছেন সংগীত আয়োজন এবং অডিও রেকর্ডিংএ।
অপরদিকে ছোট বড় এবং ছোটদের নিয়ে বিশেষ নাচের অনুষ্ঠানের পরিচালনা, কোরিওগ্রাফি পোশাক পরিকল্পনায় রয়ছেন অ্যানি ফেরদৌস। ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘ফিরে চল মাটির টানে’।