সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ-এর অভিষেক গত শনিবার রাত সাড়ে ৯টায় স্থানীয় আহমদ রেস্টুরেন্টে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে এবং আলো আহমদ ও গোলাম সাদত জুয়েলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল চৌধুরীর পিতা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জাফরুল্লাহ চৌধুরী বিকাল পাঁচটায় মৃত্যুবরণ করায় অভিষেক অনুষ্ঠানের শোকের ছায়া বিরাজ করে এবং অনুষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে দুঘণ্টা দেরিতে শুরু হয় এবং দু'পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং মরহুল জাফরুল্লা চৌধুরীর জন্য দোয়া পরিচালনা করেন হুজ্জাতুল হসলাম বেলাল। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয় এবং সকল শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয় ।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৫/ রশিদা