সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী-বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ৪ দিনের সফরে কুয়েতে রয়েছেন।
গত শনিবার কুয়েত এয়ারপোর্ট পৌঁছালে কুয়েত বিএনপি'র সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দরা তাঁকে অভ্যর্থনা জানান।
বর্তমানে তিনি কুয়েতে বিএনপির প্রবাসি নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করছেন এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন। বিএনপির এই নেতার কুয়েত সফর উপলক্ষে কুয়েত বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ৪ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।
এর আগে গত সপ্তাহে দুবাই সফর করেন তিনি। সেখানেও বিএনপির কয়েকটি আলোচনা সভায় যোগদান করেন।