জেএসসিতে বিদেশ কেন্দ্রে পাসের হার গত বছরের চেয়ে প্রায় এক শতাংশ কমেছে। এ বছর পাস করেছে ৯৮ দশমিক ২১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ২০ শতাংশ।
এ বছর বিদেশের আটটি কেন্দ্রে মোট ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৪৮ জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১৩৮ জন।
ঢাকা বোর্ডের অধীনে বিদেশের আটটি কেন্দ্র হলো— সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল এবং ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।
সচিবালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে পাসের হার ৯২ দশমিক ৩১ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে পাসের হার ৯২ দশমিক ৪৬ শতাংশ।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ