বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অনুমোদন পেয়ে সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু পরিষদ কুয়েত শাখা। গত বুধবার রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে সংগঠনের সভাপতি শেখ আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈনের সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় ৭ জন উপদেষ্টা এবং ৩ জন পৃষ্ঠপোষকসহ ৬১ সদস্য বিশিষ্ঠ কমিটির পরিচিতি দেয়া হয়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফয়েজ কামাল, মোহাম্মদ ইয়াকুবসহ কুয়েত আওয়ামী লীগের তিন গ্রুপের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের অসংখ্য প্রবাসী নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দলীয় বিভাজন সৃষ্টি না করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব