কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত বুধবার দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুয়েত প্রবাসী প্রায় ৫৯ জন বাংলাদেশি শিশু-কিশোর অংশ নেয়।
বৃহস্পতিবার সকালে দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রথম সচিব আনিসুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সিডিএ কাউন্সিলর এসএম মাহবুবুল আলম। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
সভায় কুয়েত প্রবাসীরা জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংগঠনের অসংখ প্রবাসী নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ২০ মার্চ, ২০১৬/ রশিদা