মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন দেশের কূটনৈতিক, ডেনমার্ক সরকার ও ডেনমার্কের বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মানে কোপেনহেগেনের এক হলরুমে ডিনার পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ডেনমার্কের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশ মিশন, ডেনমার্কের হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়েরের সঞ্চালনায় বাংলাদেশ মিশন ডেনমার্কের রাষ্ট্রদূত এম আবদুল মুহিত স্বাগত বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে আগামীদিনে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য সবাইকে আহ্বান জানান। তিনি বাংলাদেশ সরকরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ডেনমার্কের পররাষ্ট্র দপ্তরের হেড অব এশিয়া, ওশেনিয়া ও ল্যাটিন আমেরিকার এরিক লরসেন এবং সুইডেন, জাপান, চীন, ভারত, মিশর, পাকিস্তান, নেপালসহ প্রায় ৪৭টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যায় লিয়া মোল্লা ও অপূর্বা মোল্লার বাংলদেশের ঐতিহ্যবাহী লোকনৃত্য সবাইকে আকৃষ্ট করে।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা