নিউইয়র্ক সিটির ব্রুকলিনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘আওয়ামী লীগের ভেতরে জামায়াত-শিবিরের লোকজন যেভাবে ঢুকে পড়তে পারে, সেভাবে আওয়ামী লীগের একজনও জামায়াত-শিবিরের মধ্যে ঢুকতে পারেন না। এজন্যে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের আভাস আগেই পাওয়া সম্ভব হয় না।’
গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জামায়াত-শিবিরই জড়িত এমন ইঙ্গিত দিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘ধর্মের দোহাই দিয়ে ওরা অসহায় মানুষ হত্যা করছে নির্বিচারে। এটা কেমন ধর্ম।’
সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া।
সভায় উপস্থিত সবাই গুলশান রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/ ০২ জুলাই, ২০১৬/ আফরোজ