প্রবাসী সাহিত্য পরিষদ, কুয়েত-এর উদ্যাগে কুয়েত প্রবাসী লেখকদের ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে এই আড্ডা অনুষ্ঠিত হয়। মরুর বুকে কর্ম ব্যস্ততার মাঝেও প্রবাসী লেখকদের মাঝে এই আড্ডা ঈদের আলাদা আনন্দ বয়ে আনে।
উম্মুক্ত এই আড্ডায় প্রধান অতিথি কিংবা সভাপতির আসন ছিল না। ঈদ মানেই আনন্দ আর এই আনন্দে শরীক হতে আসা সব লেখকদের একই কাতারে বসানো সেইসাথে অনুষ্ঠানে ভিন্ন আমেজ সৃষ্টিতেই ব্যতিক্রমধর্মী সিন্ধান্ত। সংগঠনের সাধারণ সম্পাদক-কবি সেলিম রেজার উপস্থাপনায় অংশ নেন কবি রফিকুল ইসলাম ভুলু, কবি আব্দুর রহিম, কবি ও সাংবাদিক শেখ এহ্ছানুল হক খোকন, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, কবি মনিরুল হক এমরান, মাসুদ করিম, মোহাম্মদ আব্দুল হাই ভূঁইয়া, সাংবাদিক মিজান আল রহমান, এইচ, এম ফারুক, এম এম মিঠু, একে আজাদ নূর, মাহমুদুর রহমান মাহমুদ, বি, এম টোকন, মোহাম্মদ ইসমাইল, রফিকুল ইসলাম রানা প্রমুখ। আড্ডায় পরিবেশিত হয় আবৃত্তি, রম্য রচনা, কৌতুক, হাসির গল্প ইত্যাদি।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৬/ আফরোজ