‘বাংলাদেশ মানেই মানবতা, শান্তির জনপদ। এই দেশকে আমরা কিছুতেই জঙ্গীবাদের আস্তানা হতে দেবো না। আমরা রুখবোই জঙ্গীবাদ’-এমন সংকল্পে প্রতিটি প্রবাসীকে উজ্জীবিত করার অভিপ্রায়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকা শাখা বিশেষ এক কর্মসূচি গ্রহণ করেছে।
আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘মানবতা হারে না’ শীর্ষক এ কর্মসূচিতে শিশু-কিশোর-নারী-পুরুষ সকলকে লাল-সবুজ পতাকা হাতে উপস্থিত হবার বিনীত আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ জানান, ‘সেখানে সবাই মিলে আঁকবেন বাংলাদেশের মানচিত্র, যে মানচিত্রে জঙ্গীবাদ মৌলবাদের ঠাঁই নেই’।
এ কর্মসূচির সমর্থনে ব্যাপক জনসংযোগ চলছে প্রবাসীদের মধ্যে। প্রবাসের বিশিষ্ট চিত্রশিল্পীরা টানা দু’ঘন্টা ধরে আঁকবেন প্রতিবাদী চিত্র।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৬/ আফরোজ