রোটারি ক্লাব অব ডেনফোর্থ, টরন্টো গঠনের লক্ষ্যে বাংলাদেশি কানাডীয়ান রোটারিয়ানদের এক সভা গত রোববার বাঙালী অধ্যূষিত ডেনফোর্থেন মিজান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রোটারিয়ান ফরিদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডিস্ট্রিক্ট ৭০৭০ এর গভর্ণর রোটারিয়ান জিম লওটিট ও রোটারি ক্লাব অব টরন্টো সানরাইজ এর প্রেসিডেন্ট রোটারিয়ান ক্লার্ক ফার্গুসন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান মঈনউদ্দিন চৌধুরী, রোটারিয়ান কামিল হোসাইন, রোটারিয়ান সোহেল আহমেদ প্রমুখ।
বক্তারা বিশ্বব্যাপী মানবতার সেবা এবং কল্যানমূলক কাজে রোটারি ক্লাবের ভূমিকা তুলে ধরেন।
উদ্যোক্তারা জানান, টরন্টোতে বসবাসরত বাংলাদেশি কানাডীয়ান রোটারিয়ানদের সমন্বয়ে শিগগিরই রোটারি ক্লাব অব ডেনফোর্থ, টরন্টো এর আত্মপ্রকাশ ঘটবে। আগ্রহী রোটারিয়ান এবং রোটারিয়ান হতে ইচ্ছুকদের ৬৪৭ ৭০৫ ৯৬৭১ টেলিফোন নম্বরে ফরিদ সিদ্দিকীর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-১৭