মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং হোটেল ইস্তানায় অনুষ্ঠিত হয় রবীন্দ্র-নজরুলের জীবনী নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফার্স্টসেক্রেটারি (শ্রম) শাহিদা সুলতানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাই কমিশনার মো. শহিদুল ইসলাম।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্স্যুলার রইছ হাসান সারোয়ার, কউিন্সিলার (শ্রম) মো. সায়েদুল ইসলাম, কমার্শিয়াল উইং ধননজয় কুমার দাস, ফার্স্ট সেক্রেটারি এসকে শাহীন, তাহমিনা ইয়াসমিন ও মোশাররাত জেবীনসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা।
আলোচনা সভা শেষে সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৬/ আফরোজ