মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বিজয় ত্বরান্বিত করতে একযোগে কাজের সংকল্প ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি। রবিবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ক্বাবাব কিং’ রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপি নেতা ও তারেক পরিষদ’র আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল হিলারির পক্ষে সকলকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসছে নভেম্বরের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে মুসলিম ইমিগ্র্যান্টদের জন্যে। হিলারিকে জয়ী করার মধ্য দিয়েই ইমিগ্র্যান্টদের অধিকার আর মর্যাদাকে সুসংহত রাখা সম্ভব হবে।’
আকতার হোসেন বাদল আরও বলেন, ‘প্রতিটি বাংলাদেশি-আমেরিকানকে ভোটদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি হিলারির নির্বাচনী তহবিলেও অর্থ প্রদান করতে হবে।’
সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, বিএনপি নেতা মোহাম্মদ বশীর, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সেক্রেটারি সাঈদুর রহমান, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সেক্রেটারির আবু সাঈদ আহমেদ, তারেক পরিষদের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন এবং আনিসুর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন তারেক পরিষদের মহাসচিব জসীম উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৬/ আফরোজ