২০ লাখ রিয়াল (প্রায় সোয়া চার কোটি টাকা) পাচারকালে সৌদি আরবের একটি বিমানবন্দরে এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস কর্মকর্তারা।
সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে স্যুটকেসে রাখা এবং পায়ে মোড়ানো বিপুল পরিমাণ অর্থসহ তাকে গ্রেফতার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি স্যুটকেসে প্রায় ১৫ লাখ রিয়াল আর পায়ের সঙ্গে ৫ লাখ রিয়াল মুড়িয়ে পাচার করছিল।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আরব নিউজ জানায়, ওই পাচারকারী স্যুটকেসের বিভিন্ন অংশে এবং সেখানে রাখা জামার পকেটে ১৫ কোটি রিয়াল রাখে। আর দু'পায়ের সঙ্গে ৫ লাখ রিয়াল মুড়িয়ে এর ওপর মোজা পরিধান করে।
সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা ওই ব্যক্তিকে তল্লাশি করে। তবে তল্লাশির সময় সে অর্থ পরিবহনের বিষয়টি অস্বীকার করে। এ ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত তা খতিয়ে দেখছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ০২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন