আগামী লেবার ডে উইকেন্ড সেপ্টেম্বরের ২, ৩ ও ৪ তারিখ ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচেছ ৩০তম ফোবানা সম্মেলন। দীর্ঘ প্রচেষ্টার ফলে এই বছরই প্রথম একটি এবং ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন ওয়াশিংটনে অনুষ্ঠিত যাচ্ছে। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ৩০তম ফোবানা সম্মেলন।
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩০তম ফোবানা সম্মেলনকে সফল করার লক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ডেরা রেস্টুরেন্টে সম্মেলনের ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সাথে এক বৈঠকে বসেন ৩০তম ফোবানা সম্মেলনের আয়োজক নেতৃবৃন্দ। সভায় স্বাগতিক কমিটির আহ্বায়ক এটিএম আলম, সদস্য সচিব নুরুল আমিন, প্রধান সমন্বয়ক করিম সালাউদ্দীন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নাইম রহমান কো-কনভেনার ও লিয়াজো কমিটির চেয়ারম্যান আকতার হোসাইন এবং ইভেন্ট ডাইরেক্টর শিব্বীর আহমেদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ইভেন্ট কনসালটেন্ট শেখ মাওলা মিলনের নেতৃত্বে ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য জিনাত চৌধুরী, ক্লেমন্ট গোমেজ, আবু সরকার, জাকি রহমান তমাল, রাচনা মাওলা, শেখ রাব্বানী, প্রদীপ ঘোষ, ও জাকির হোসেন জসিম উপস্থিত ছিলেন। সভায় ফোবানা স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ ওয়াশিংটনে একটি সফল ও স্বার্থক ফোবানা সম্মেলন উপহার দেয়ার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে করণীয় সকল বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেয়। সভায় সম্মেলনের সময় ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির করণীয় সকল বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২১ আগস্ট, ২০১৬/ আফরোজ