যুক্তরাষ্ট্রে পাটের বাজার অন্বেষণে ব্যবসায়ীদের প্রতি মন্ত্রীর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক এমপি। তিনি বলেন, পরিবেশ দূষণ হ্রাসে পাটজাত পণ্যের কার্যকারিতা অপরিসীম। এ ব্যাপারে আমেরিকানদের সজাগ করতে পারলে যুক্তরাষ্ট্রে পাটজাত দ্রব্যের বাজার সৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের পাটজাত দ্রব্য আন্তর্জাতিক মানের উল্লেখ করে পাটমন্ত্রী প্রবাসের ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি পাটজাত দ্রব্যের বিপণনের জন্য ব্যাপক প্রচার অভিযান পরিচালনারও আহ্বান জানান।
নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট ভবনে গতকাল শুক্রবার এক মতবিনিময় সভায় বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন প্রধান অতিথি। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী পরিবারের অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠান শেষে পাটের তৈরি মনোগ্রাহী পণ্য উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম, জেবিবিএর প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ মান্নান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিউর রহমান, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দুতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর শেখ আকতার হোসেন ছাড়াও মন্ত্রণালয়সহ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা পরিচালনা করেন কনসাল জেনারেল শামীম আহসান, এনডিসি।
বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক পাট ও পাটজাতীয় পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে ৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ২৭ আগস্ট, ২০১৬/ আফরোজ