নিউইয়র্কে ম্যানহাটান পরিবেষ্টিত ইস্ট রিভার ও হাডসন রিভারে বিলাসবহুল জাহাজ স্কাইলাইন প্রিন্সেসে গত রবিবার (২৮ আগস্ট) আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। এই ভ্রমণে অংশ নেন নিউইয়র্কের মিডিয়া কর্মী, বাংলাদেশি কমিউনিটির নেতা ও সুধীজন। ভ্রমণ চলাকালীন বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ‘জঙ্গি দমনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাহাজ ফ্লাশিংয়ের ফ্রেসমেডো নৌ-ঘাট থেকে ছাড়ার পরপরই শুরু হয় সেমিনার। খবর এনআরবি নিউজের।
সেমিনারের শুরুতে প্রয়াত কবি শহীদ কাদরীর স্মরণে ও তার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবীর। পরিচালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ। সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ এখন জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যা নিরসন বা জঙ্গি দমন করতে দল-মত-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন প্রজন্মকে নজরদারি করতে হবে এবং তাদের মেধাভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, সিইও ও সাবেক এমপি এম এম শাহীন। আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি নার্গিস আহমেদ, রিয়েল স্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ওয়াসি চৌধুরী, সাংবাদিক এনামুল রেজা দিপু, সাংবাদিক শামীম আহমেদ, কমিউনিটি নেতা হাসানুজ্জামান হাসান, মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী প্রমুখ।
সেমিনারের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সামসুন্নাহার নিম্মি। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি খান, কৌতুক পরিবেশন করেন বাংলাদেশের ডাক বিভাকের সাবেক মহাপরিচালক ও রম্য লেখক আতাউর রহমান। দেড় শতাধিক যাত্রী নিয়ে বিলাসবহুল জাহাজটি ম্যানহাটানের আশে-পাশে ইস্ট রিভার ও হাডসন রিভার প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৬/ আফরোজ