বৃহত্তর ওয়াশিংটন প্রবাসীদের জোর দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে ওয়াশিংটনে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার জোর প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান জানান, ২০০৮ সালের পর এই প্রথম জননেত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে আসছেন। ওয়াশিংটনবাসী তাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। যদিও এখন পর্যন্ত আমরা নেত্রীর পূর্ণাঙ্গ সম্মতি পাইনি, আমরা এখন প্রায় নিশ্চিত ওয়াশিংটনবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে নেত্রী ওয়াশিংটনবাসীর সাথে দেখা করবেন। এই লক্ষ্যে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ওয়াশিংটনে নেত্রীর গণসংবর্ধনা আয়োজনে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী বলেন, ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্ম্বধনা প্রদানের সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শিখর সাইফুজ্জামান সহ সবার সাথে আলাপ আলোচনা হয়েছে। এছাড়া মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদও এ নিয়ে কাজ করছেন। আশা করছি আগামী শুক্রবার বা শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল জানান, আমরা এখন অনেকটাই নিশ্চিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ অন্যান্য সহযোগী সংগঠনের সাথে আলাপ আলোচনা শুরু করেছে। ইতোমধ্যেই সংবর্ধনা সভার স্থান নির্ধারনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দু'এক দিনের মধ্যেই ওয়াশিংটনে নেত্রীর গণসংবর্ধনার স্থান ও সময়সূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সামরিক সরকারের নিয়ন্ত্রণাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে এসেছিলেন। দীর্ঘ প্রায় ৮ বছরের ও বেশি সময় পর আগামী ২২ আগস্ট বৃহস্পতিবার ওয়াশিংটনে আবারও আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে তিনি প্রায় তিনদিনেরও বেশি সময় অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে আসার খবরে পুরো ওয়াশিংটনবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে ওয়াশিংটনে নেত্রীর গণসংবর্ধনা সভার আয়োজন করার। এ ব্যাপারে প্রথম দিকে নেত্রীর সম্মতি পাওয়া না গেলেও এখন আমরা প্রায় নববই ভাগ নিশ্চিত আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার বা ২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনে জননেত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ