প্রবাসের বুকে ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের বাংলাদেশ সরকার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) সম্মননায় ভূষিত করে। এবার বিশ্বে নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক কোটি প্রবাসীদের থেকে ১২ জনকে দেয়া হয় এ সম্মাননা। যার মধ্যে ছয় জনই আরব আমিরাত প্রবাসী।
এই বিরল সম্মাননাকে আরও অর্থবহ করতে বুধবার আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে এ ছয়জন সিআইপিকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত সিআইপিরা হলেন মাহতাবুর রহমান নাছির, আক্তার হোসেন, জেসমিন আক্তার, ওমর ফারুক, সেলিম উদ্দিন, আবুল কালাম। অনুষ্ঠানে সংবর্ধিত সিআইপিরা শোনান নিজেদের এগিয়ে যাওয়ার গল্প। দিক নির্দেশনায় দেন আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার পরামর্শ।
ওমর ফারুক বলেন, মাত্র ৯০০ দিরহাম (১৮ হাজার টাকা) দিয়ে কাজ শুরু করে সততা ও পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থানে এসেছেন।
নারী উদ্যোক্তা জেসমিন আক্তার বলেন, নারীরা নিজ নিজ কর্মের মাধ্যমে স্বাবলম্বী হতে এগিয়ে এলে দ্রুত বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
আবুল কালাম বলেন, বাংলাদেশিদের মধ্যে মেধা, পরিশ্রম, ধৈর্য্য সবই আছে। যেটা অন্যান্য দেশের নাগরিকদের কম। চাইলে প্রতিযোগিতার বাজারে নিজেদের আরও শক্ত অবস্থান তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকিং সেবা আরও সহজ করার পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ব্যাংক নীতিমালা পরিবর্তনেরও দাবি করেন আল হারামাইন গ্রুপের স্বত্ত্বাধিকারী সিআইপি মাহতাবুর রহমান নাসির।
সংবর্ধনা অনুষ্ঠানে দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামানের সভাপতিত্বে ও প্রথম সচিব শ্রম একেএম মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সঙ্গে অন্য প্রবাসীদের মধ্যে একটা বড় ধরণের পার্থক্য আছে। যারা অন্যান্য দেশে থাকছেন, তাদের বেশিরভাগ সেসব দেশের নাগরিক হয়ে যান। সেখানে তাদের বাড়ি-ঘর থাকে, নিজেদের ব্যবসা থাকে। সন্তানরা সেখানেই বড় হয়। ফলে তাদের সমস্ত খরচটাই ওখানে চলে যায়। কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের এখানে বড় কিছু করার সুযোগ থাকে না। ব্যবসায়িক কাজে মূলধন খাটালেও লাভের অংশটা ঠিকই দেশে পাঠান সকলে। সেদিক থেকে মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরা দেশের জন্যে বেশি অবদান রাখছেন।
অনুষ্ঠানে ইউএইয়ের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা