যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী শামসুল হক।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনাড়ম্বর এ অনুষ্ঠানে বিদায়ী ও নতুন কমিটি, নির্বাচন কমিশন এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার পর গত ৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বাধীন নতুন কমিটি।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদক লাবলু আনসার-সভাপতি, বাংলা টিভির মহাপরিচালক মীর-ই ওয়াজিদ শিবলী-সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম-সাধারণ সম্পাদক, বাংলা টিভির বিশেষ প্রতিনিধি রিজু মোহাম্মদ-যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক ঠিকানার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেম-কোষাধ্যক্ষ, আরটিভি ইউএসএ’র আবাসিক সম্পাদক আশরাফুল হাসান বুলবুল-কার্যকরী সদস্য, এখন সময়ের ফটো এডিটর ও সাপ্তাহিকের যুক্তরাষ্ট্র প্রতিনিধি নিহার সিদ্দিকী-কার্যকরী সদস্য, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত-কার্যকরী সদস্য এবং বাংলাভিশনের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি আজিম উদ্দিন অভি-কার্যকরী সদস্য।
বিডি প্রতিদিন/১৩ মার্চ, ২০১৭/ফারজানা