বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে মালয়েশিয়াতে।
বুধবার সন্ধ্যায় সেলাংগরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের পরিচালনায় আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন কলেজে অধ্যায়নরত বেশ কয়েকজন ছাত্র, বাংলাদেশি ব্যবসায়ীসহ বিপুল সংখ্যাক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মোঃ সাহাব উদ্দিন পান্না, কবির মোল্লাহ, মোঃ মিজান, মোঃ ফারুক হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ শাকিল আহমেদ, শফিকুর রহমান, মিজান,শওকত, রহমান, রতন, জাকির ও জাহিদ প্রমূখ।
বক্তারা বাংলাদেশ প্রতিদিনের সাফল্য কামনা করেন এবং মালয়েশিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসী বাংলাদেশিদের সকল সুখ দুঃখ আরো বেশি বেশি তুলে ধরার জন্য আহবান জানান।