সৌদি আরবের রাজধানী রিয়াদে উদযাপিত হয়েছে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার রাতে রিয়াদের আল মারজান রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির।
বাংলাদেশ প্রতিদিনের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে সাংবাদিক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাসির মোহাম্মদ খান, বৃহত্তর নোয়াখালী সমিতি জেদ্দার সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, এনামুল হক ভুঁইয়া, নাজমুল হক, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, তথ্য প্রযুক্তি সম্পাদক সেলিম উদ্দিন, সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সিনিয়র সহসভাপতি রুবেল হোসেন, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম স্বপন, আলমগীর হোসাইনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রিন্ট এবং অনালাইন দুই ভার্সনেই দ্রুত এগিয়ে যাওয়ার এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সপ্তাহে অন্তত একদিন প্রবাসীদের সংবাদ নিয়ে প্রিন্ট ভার্সনে একটি পাতা প্রকাশেরও দাবি জানান তারা।
পরে উপস্থিত অতিথিরা কেক কেটে উদযাপন করেন পত্রিকাটির অষ্টম বর্ষে পদার্পণ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ