জাপানে শুক্রবার আনন্দঘন পরিবেশে ঈদ উল আযহা উদযাপিত হয়েছে। শুক্রবার জাপানে কর্মদিবস থাকার পরেও বিভিন্ন মসজিদে মুসল্লিদের স্থান সংকুলানের কারণে হল ভাড়া করে প্রবাসী বাংলাদেশিরা নামাজের আয়োজন করে।
টোকিওর কিতা ওয়ার্ডস্থ কামিয়া ফুরেইকান হলে সকাল সাড়ে নয়টার সময় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। ঈদের জামাত পড়ান মাওলানা মোঃ নাজির আহম্মদ।
ঈদের জামাত শেষে একে অপরের সাথে বুকেবুক মিলিয়ে ঈদের আনন্দ শেয়ার করেন।
জাপানের সকলের পরিচিত মুখ নুর-এ-আলম (নূরালী) বলেন, প্রবাসে আমরা একটি দিন বন্ধুবান্ধব সবাই মিলে এক সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি, এরপর বাসায় এসে আবার সবাই মিলে খাবার ভাগাভাগি করে খেয়েছি, এর আনন্দই আলাদা। আজকে পুরোটা দিন আমরা আনন্দ করেই কাটিয়েছি।
জাপান প্রবাসী ফেনী জেলা সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ূন কবীর জানান, প্রতিবছর আমরা চেষ্টা করি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দ শেয়ার করতে। আজ আবহাওয়া খুবই ভালো। ঈদের নামাজে অনেকে অংশ গ্রহণ করেছেন। সবাইকে নিয়ে সকালে ঈদের নামাজ পড়ে সত্যিই খুব ভালো লাগছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন