মালয়েশিয়া বিএনপির (একাংশ) উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার কুয়ালালামপুরের দলীয় কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি সরকার আতিকুর রহমান সোহেল, বিএনপি নেতা ও জিসাস চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, পুচং তামানমাস বিএনপি সাধারণ সম্পাদক মোবারক কারী ও বান্তিং বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি মাটি, মানুষের ও দেশের উন্নয়নে রাজনীতি করে। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপি গঠন করেন। বিএনপি দেশের অর্থনৈতিক-সামাজিক উন্নয়নে, গণতন্ত্রকে মুক্ত করতে সংগ্রাম করে যাচ্ছে।
সভায় সভাপতির সমাপনী বক্তৃতায় শহীদ উল্যাহ শহীদ বলেন, বিএনপির বসে থাকার সময় নেই। মান অভিমান ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে দলের জন্যে। ১ সেপ্টেম্বরের শপথ হোক, আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন জোরদার করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে সরকারকে বাধ্য করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক আহমেদ, সেলায়াং বিএনপি সভাপতি মো. সেলিম, সহ-সভাপতি মো. খায়রুল, সাংঠনিক সম্পাদক মো. জহির, বিএনপি নেতা আব্দুল কাদের, আব্দুল হামিদ, মো. সোহাগ, মো. রুবেল, জহির, জিল্লুরসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রায় দু-শতাধিক নেতা কর্মী।
বিডি প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা