সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ আল কুজ এলাকায় থেকে ওয়াসিম প্রামাণিক (৩১) নামের একজন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। স্থানীয় কমেডো বিল্ডিং কনস্ট্রাকশন এলএলসি কোম্পানির নির্মাণ শ্রমিক ওয়াসিমের সন্ধান পাওয়া মাত্রই যোগাযোগের জন্যে বিশেষ অনুরোধ করেন তার স্বজনরা।
ওয়ামিস টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাগুনডালী মিলকুরিয়ার মৃত আব্দুল সামাদ প্রামাণিক ও সাহারা বেগমের সন্তান।
বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের প্রথম সচিব ( শ্রম) একেএম মিজানুর রহমান জানান, ওয়াসিম মানসিকভাবে ভারসাম্যহীন। অসুস্থ হওয়ায় দেশে গিয়ে ১৮ দিনের চিকিৎসা শেষে ২৮ আগস্ট দুবাই ফিরে আসেন। কিন্তু দুবাই ফিরে ফের অসুস্থ হয়ে যান এবং গত ৩০ আগস্ট কোম্পানিতে কর্মকর অবস্থা সে নিখোঁজ হয়।
দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের যে কোনো প্রদেশে ওয়াসিমের সন্ধান পাওয়া গেলে দ্রুত যোগাযোগের জন্যেও অনুরোধ করেন এই কর্মকর্তা।
ওয়াসিমের সন্ধান পাওয়া গেলে স্বজনদের সঙ্গে যোগাযোগের নম্বর- জুলহাস (বন্ধু), দুবাই : +৯৭১৫৬৩৯৭২১৮৫, কামরুল (চাচাতো ভাই), সৌদী আরব: +৯৬৬৫৩৮৬২৮৮৭১, জোসনা (স্ত্রী), টাঙ্গাইল : +৮৮০১৭৬৮৪২৫৭৩১। এছাড়া বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই (হটলাইন) : +৯৭১৫৬৪৩০৭৭৮০; +৯৭১৫৬৮৪৭১০৬৬
বিডি-প্রতিদিন/ ৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর