আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাহরাইনের বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলের সভাপতি মো. শাহজালাল ও দলের পক্ষে সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে দেশের প্রাচীন ও প্রধান রাজনৈতিক দল বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের বলিষ্ঠ এ নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
এতে বলা হয়, সৈয়দ আশরাফের এই চলে যাওয়া যেন দেশ ও জাতির জন্য বড় বেদনাদায়ক এবং এক অপূরণীয় শূন্যতায় সৃষ্টি হওয়া। তিনি তার মেধা ও যোগ্যতায় দলকে যেমনি অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করেছেন, তেমনি দেশের উন্নয়নে ও বড় অবদান রেখেছেন। সবাই সৈয়দ আশরাফুল ইসলামকে সশ্রদ্ধ চিত্তে চিরদিন স্মরণ করবে।
বিডি প্রতিদিন/ফারজানা