ইতালিতে `আমার ভাষা আমার অহংকার’ স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে সম্মিলিত কণ্ঠে ইতালিয়ান নারীরা বাংলায় গেয়েছেন কালজয়ী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি। সঞ্চারী সঙ্গীতায়নের এ আয়োজনে বিস্মিত করেছে প্রবাসী বাংলাদেশিদেরও।
বিদেশিদের মুখে শহীদদের স্মরণে একুশের গান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সঞ্চারী সঙ্গাতায়নের প্রতিষ্ঠাতা সুস্মিতা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন রোম বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম কল্যাণ) এরফানুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন সহ-সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা। প্রতি বছর সঞ্চারী সঙ্গীতায়ন ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশি, ইতালিয়ান ছাড়াও বিভিন্ন দেশের মানুষের উপস্থিতিতে এ রকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করেন।
এ প্রসঙ্গে সঞ্চারী সঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা সুস্মিতা সুলতানা বলেন, আমাদের এই আয়োজনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ইতালিয়ানসহ বিদেশিদের মাঝে তুলে ধরা। দেশীয় সংস্কৃতির মাধ্যমে দেশকে উপস্থাপন করা সঞ্চারী সঙ্গীতায়নের মূল লক্ষ্য। জানি না কতটুকু সফল হতে পারছি।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের আঁকা ছবি প্রদর্শন করা হয়। পরে উঠতি বয়সের শিশুরা গান ও নৃত্য পরিবেশন করে।
বিডি প্রতিদিন/ফারজানা