ওমানের বাংলাদেশ স্কুল সুইকের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মসজিদ সুইকের প্রতিষ্ঠাতা শামছুল হকের মাতা আলমাস খাতুন (৯২) ইন্তেকাল করেছেন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে তিনি মারা যান।
চট্টগ্রামের বাশখালি থানার উত্তর সরল গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার শামছুল হক। ভিসা জটিলতার কারণে সামশুল হক দেশে আসতে না পারলেও তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে জান। তার মৃত্যুতে চট্টগ্রাম সমিতি ওমান, মিরসরাই সমিতি ওমান, বাংলাদেশ সমিতি ওমান, ঢাকা সমতি ওমান ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমান সহ ওমানের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন গুলোর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
যানা যায়, আজ দুপুর দুইটায় উত্তর সরল কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা এবং ওমানের রাজধানী মাস্কাট সহ দেশটির বিভিন্ন বিভাগীয় শহরের কেন্দ্রীয় মসজিদ গুলোতে মরহুমার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন