পর্তুগালের রাজধানী লিসবনের অদূরে সাকাভেই নামক স্থানে নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে পা হারালেন এক বাংলাদেশি নাগরিক।
তার নাম হাবিবুর রহমান বাবলু। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়।
গত ২ নভেম্বর পর্তুগালের স্থানীয় সময় রাত ৮টায় কিছু অস্ত্রধারী আফ্রিকান দুর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে টাকা লুট করার এক পর্যায়ে তার পায়ে গুলি করে। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে এসে বাবলুকে লিসবনের সাও জোসে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জরুরি অপোরেশনের মাধ্যমে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন।
পর্তুগাল প্রশাসনের কাছে বরাবরই প্রবাসী বাংলাদেশিদের শান্তি প্রিয় হিসেবে সুনাম রয়েছে। এ রকম ঘটনার পুনরাবৃত্তি যেন না গঠে সেই লক্ষ্যে সরকার এবং পুলিশ প্রশাসন আফ্রিকান সেই সন্ত্রাসীদের ধরতে তৎপর রয়েছে।
মর্মান্তিক এই ঘটনার ফলে বাবলুর পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি, রাজনীতি এবং বিভিন্ন সামাজিক সংগঠন মর্মান্তিক এই ঘটনার শিকার প্রবাসী বাবলুর পাশে থাকবে এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।
বিডি প্রতিদিন/কালাম