নানা আনুষ্ঠানিকতায় বাহরাইনে বঙ্গবন্ধু পরিষদের মানামা শাখার অভিষেক হয়েছে। গত শুক্রবার( ১ নভেম্বর) স্থানীয় মানামার একটি হোটেলে স্থানীয় সময় রাত সাড়ে ১০ টায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন বঙ্গবন্ধু পরিষদ মানামা শাখা।
আয়োজক সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের বাহরাইন শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির হোসেন ও মানামা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইব্রাহিম খান।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের বাহরাইন শাখার সভাপতি দুলাল দাস।অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পর জেল হত্যায় জাতীয় ৪-নেতা, বঙ্গবন্ধু ও তার পরিবারসহ দেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি বাবু শেখকে সভাপতি, ইব্রাহিম খানকে সাধারণ সম্পাদক ও সুজন সরকারকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি তাদের হাতে তুলে দেন। এ সময় কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ ফুল দিয়ে তাদের বরন করে নেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হোসেন সহ-সভাপতি বাসুদেব, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রাজু, আলী বুরি শাখার সভাপতি সপন, সাধারন সম্পাদক আহছান উল্লাহ, চিতরা শাখার,সাধারণ সম্পাদক রোকন, মহোররক শাখার সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি ঝন্টু,যুগ্ন সম্পাদক আহছা উল্লাহ, মানামা শাখার জাহাঙ্গীর আলম, চুন্নু হাওলাদার, শাহ আলম মোরল, জাকির মণ্ডল, নু হোসেন, জব্বার, নুরুল ইসলাম, লোকমান, কামাল সিকদার, আইয়ূব, আলমগীর, বাদল, লোকমানসহ মানামা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ