বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ বাংলাদেশে পরিবহনের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা।
তিনি বলেন, সাদেক হোসেন খোকার মরদেহের সঙ্গে তার স্ত্রীকেও ট্র্যাভেল ডকুমেন্ট দেয়া হবে। এ নিয়ে কোন সমস্যা হবে না।
নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
বিডি প্রতিদিন/আরাফাত