জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল করেছে নবগঠিত ইতালি আওয়ামী লীগ। ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, জাহাঙ্গীর ফরাজীর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু ও যুগ্ম সাধারন আব্দুর রহমানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযাদ্ধা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী।
এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মাঝি, সহ সভাপতি সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মন্নান মাতব্বর মন্জু, মাসুদুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, স্বপন হাওলাদার, এ আর আহমেদ তপু, মজিবর রহমান মুজিব প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের আরও বক্তব্য রাখেন, দপ্তর সম্পাদক জি আর মানিক, প্রচার সম্পাদক সাইদুর রহমান, উপ- দপ্তর সম্পাদক রাজিব রহমান, উপ-প্রচার সম্পাদক ফকরুল ইসলাম লিটন, মহিলা বিষয়ক সম্পাদক রিনা কবির, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক সোহেল রানা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম হোসেন প্রমুখ।
সদস্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, হাজী সুইট, শাফিজুল ইসলাম শাফিজ, নজরুল ইলাম বাবু, রাসেল রানা, নিগার সুলতানা মিতা, ফয়সাল আহমেদ জনি, সরোয়ার হোসেন, জয়, রাহাত, মিসেস সুইটি দিলীপসহ অনেকে। পরে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল