জেল হত্যা দিবস উপলক্ষে রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় ব্রাসেলস বেলজিয়াম আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শহিদুল হক শহিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন।
সভার শুরুতে জাতীয় চার নেতার সম্মানে এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. ফারুক মির্জা, খোকন শরিফ, সহসভাপতি নিরঞ্জন রায়, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ আহামেদ বাবুল, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, সদস্য দিলরুবা বেগম মিলি প্রমুখ।
আলোচনা সভা শেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন