ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা বাদ আসরের পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্ক সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই খোকার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বাংলাদেশে।
এর আগে বিএনপি নেতা গিয়াসউদ্দিন জানিয়েছিলেন, সাদেক হোসেন খোকার প্রথম জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে নিউইয়র্ক সময় সোমবার বাদ আসর অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিল্টন ভূইয়া জানান, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে খোকার মরদেহ নেয়া হয়েছে ব্রুকলীনে মুসলিম ফিউনারেল হোমে। সেখানে রয়েছেন তার স্বজনেরাও। এশা নামাজের পর নিউইয়র্কের স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় তার জানাজা অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে।
নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
বিডি প্রতিদিন/আরাফাত