বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জার্মানির বার্লিন বিএনপি।
এক শোক বার্তায় বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদার ও সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশের দু:সময়ের কাণ্ডারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপোষহীন রাজনীতিক ও অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকা ছিলেন নিরহংকারী ও দেশদরদী নেতা। মহান এই নেতার আকস্মিক মৃত্যুতে বার্লিন বিএনপি গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয় শোক বার্তায়।
বিডি-প্রতিদিন/শফিক