অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইতালি বিএনপির নেতৃবৃন্দ।
ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, আবুল কালাম সায়মন, ইতালি বিএনপির
সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, বর্তমান ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়াও ইতালি যুবদলের সভাপতি মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক সিরাজ পঞ্চায়েতসহ আরো অনেকে। তারা বলেন যে, নেতা চলে গেছেন তার অভাব পূরণ হবার নয়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
বিডি-প্রতিদিন/মাহবুব