পর্তুগালের রাজধানী লিসবনে প্রাণের ঈদে আজম উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পর্তুগাল শাখা কর্তৃক মঙ্গলবার রাতে মাতৃমনিজ রাধুনি রেস্টুরেন্টে এক একাডেমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আল মাহজাবের সভাপতিত্বে ও নাজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের আল মাহজাব, আল আমিন, খায়রুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন, ফায়জুল হাসান শুভ ও শাহনুর আজাদ জনি প্রমুখ।
বক্তাগণ বলন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.) মানবজাতির শান্তির দূত ছিলেন। চলার পথে তার আদর্শ ধারণ করে জীবনকে সাজানো দরকার। আলোচনার শেষে মহানবীর শানে নাতে রাসুল পরিবেশন করা হয়। পরে মিলাদ বিশেষ মোনাজাত হয়।
বিডি-প্রতিদিন/শফিক