ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ (রিয়াদ আওয়ামী লীগ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ডক্টর রেজাউল করিম মিলন সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন।
"ফ্রেন্ড অব বাংলাদেশ" রিয়াদের সভাপতি সালাহ উদ্দিন আহমেদ ফারুক প্রবাস জীবনের ইতি টেনে স্বদেশে প্রত্যাবর্তন করায় সংগঠনের কার্যকরি কমিটি এবং উপদেষ্টা পরিষদের বর্ধিত সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সালাহ উদ্দিন আহমেদ ফারুক।
রবিবার রাতে রিয়াদের একটি রেস্টুরেন্টে রেজাউল করিম মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা শেখ মোহাম্মদ আহসানুল হক, সিনিয়র সহসভাপতি গোলাম মহিউদ্দিন, সহভাপতি শহীদুল্লাহ ভুইয়া, ইছা উল্লাহ, ডাঃ মনোজ কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বশির, মেহেদী হাসান মুরাদ, কাজী নাজিবুল মোবারক, শহীদুল ইসলাম মাদবর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শহীদ মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিক উল্লাহ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম হীরু, ধর্ম বিষয়ক সম্পাদক কারী আব্দুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক ভুইয়া, রিয়াদ মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক শেখ নিয়াকত আহমেদ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নন্দলাল সরকার, সাধারণ সম্পাদক আরকান শরীফ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন তানিম, প্রবাসী শিবচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান মাদবরসহ আরও অনেকে।
সভায় ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শাখা কমিটি, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিকলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মীরা নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন