আইসিসি অনুমোদিত প্রতিষ্ঠান রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ভিশন ২০৩০ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ইন্ডিয়ান স্ট্রাইকারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি টিম গ্রীণ বাংলা ক্রিকেট ক্লাব।
শুক্রবার অ্যাসোসিয়েশনের নাম্বার মাঠে টসে জিতে গ্রীণ বাংলাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান স্ট্রাইকারস। ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২০০ রান করতে সক্ষম হয় গ্রীণ বাংলা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন সাইফুল বাদল। ২০১ রানের লক্ষ্য নিয়ে খেলতে ১৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৪ রান করে ইন্ডিয়ান স্ট্রাইকারস।
খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাইফুল বাদল।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন গ্রীণ বাংলা ক্রিকেট টিমের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম।
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদের তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, দূতাবাসের মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম এবং প্রেস সচিব ফখরুল ইসলাম।
বিডি প্রতিদিন/আরাফাত