কাতারে উৎসবমুখর পরিবেশে নতুন বছরের নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ওয়ারিয়ার্স ক্লাব। বৃহস্পতিবার সবজি মার্কেট মিষ্টি মেলা রেস্টুরেন্টে বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ খোকন ও প্রধান বক্তা ছিলেন মোকারম আলী চৌধুরী।
ফরহাদ হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিলীপ কুমার ছোটন, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, মেসবাহ উদ্দিন রনি, কাদের, রাসেল চৌধুরী (মিন্টু), শরিফুল ইসলাম, মো. মিজানুর রহমান মিজান, শামসু উদ্দিন, মাহবুব আলম, মো. ইউনুস সুজন ও নাসির উদ্দীন পিন্টুসহ আরো অনেকেই।
সকল খেলোয়াড় ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় এই অনুষ্ঠান।
শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার পাশাপাশি মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই