ইলেকট্রিক বাইকের জন্যে প্রাণ হারালেন বাংলাদেশি সালা মিয়া ওরফে সালাহউদ্দিন বাবলু (৫১)। রেস্টুরেন্টের খাদ্য ডেলিভারির কাজ শেষে বাড়ি ফেরার সময়ে ম্যানহাটনের সারা দ্য রুজভেল্ট পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন তিনি। এ সময় তার সাথে থাকা একটি ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারী পালিয়ে যান।
সংবাদ পেয়ে টহল পুলিশ এসে সালা মিয়াকে নিকটস্থ বেলভ্যু হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বছর দুয়েক আগে বিভিন্ন দেশ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছিলেন নোয়াখালীর সোনাইমুড়ির মধ্য বয়সী সালা মিয়া।
আশপাশের সিসিটিভি পরীক্ষার পর রবিবার নিউইয়র্কের পুলিশ গণমাধ্যমকে জানায়, শনিবার ভোর রাতের দিকে কাজ শেষে সালা মিয়া ওই পার্কের একটি বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন। একই বেঞ্চে বসা যুবকটি একপর্যায়ে সালার বাইক নিয়ে চম্পট দিতে চাইলে সালা প্রাণপণ চেষ্টা করেন ছিনতাইকারীকে দমনে। ধ্বস্তাধস্তি এবং কিল-ঘুষির একপর্যায়ে নিরস্ত্র সালার মুখে এবং বুকে উপর্যুপরি ছুরিকাঘাতে ধরাশায়ী হয়ে পড়েন সালা। সে সুযোগেই বাইক নিয়ে চম্পট দেয় দুর্বৃত্ত।
নিউইয়র্কস্থ নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মাণিক রবিবার রাতে এ সংবাদদাতাকে জানান, সালা ওরফে সালাহউদ্দিন বাবলু বছরখানেক আগে ব্রুকলিন থেকে ম্যানহাটনে বসতি গড়েছিলেন পরিচিত আরও ৪ জনের সাথে। সেখানে ফেরার সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন তিনি।
এদিকে, রবিবার সন্ধ্যায় সালাকে হত্যার জন্যে সন্দেহভাজন দুর্বৃত্তের হদিস চেয়ে নিউইয়র্কের পুলিশ সিসিটিভির ফুটেজ গণমাধ্যমে বিতরণ করেছে। এছাড়াও আরও এক ব্যক্তি ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন।
বিডি প্রতিদিন/আবু জাফর